সাময়িক সড়ক অবরোধ : অভিযোগের তীর যুবলীগের দিকে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার কেরুজ ক্লাবের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুল আলম বকুলসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মোটরশ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, যুবলীগের কয়েকজন মারধর করেছে।
অভিযোগসূত্রে জানা যায়, বুধবার রাতে দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বকুল ও মাইক্রোড্রাইভার আশরাফ আলী মোটরসাইকেলযোগে দর্শনা কেরু ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে। এ সময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যুবলীগকর্মী রায়হান ও আশরাফুলসহ ৭ থেকে ৮ জন বকুল ও আশরাফকে পিটিয়ে আহত করে। এ ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে মোটরশ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে রাস্তার ওপর মাইক্রোবাস আড়াআড়ি রখে অবরোধ করে। খবর পেয়ে দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ও যুবলীগের নেতারা ঘটনাস্থলে পৌঁছে দোষী ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে আধাঘণ্টা পর অবরোধ তুলে নেয়।