জীবননগরে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

সাইফুল সভাপতি সামসুল সম্পাদক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা সরকারি ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাইফুর রহমান মালিক টগর   ও সাধারণ সম্পাদক পদে সামসুল হক নির্বাচিত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলা মিলনায়তনে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি পদে নজরুল ইসলাম ও পীরজাদা হুরমুজ আলী, সহসাধারণ পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে নুর ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সমাজসেবা ও মহিলা সম্পাদিকা পদে সাজেদা আক্তার, দফতর ও প্রচার সম্পাদক পদে আনারুল ইসলাম, কার্যকরী সদস্য পদে জুলফিক্কার রহমান, হারুন-অর-রশিদ ও ফয়েজ উদ্দীন নির্বাচিত হন।

Leave a comment