জীবননগরে মদসহ করিমনচালক আটক

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ড থেকে চোলাই মদসহ এক করিমনচালককে আটক করেছে। ৩০ লিটার চোলাই মদসহ করিমনচালক শরিফুল ইসলামকে (৩০) থানার এসআই আবুল হাশেম মঙ্গলবার আটক করেন। আটককৃত করিমনচালক শরিফুল ইসলাম উপজেলার দেহাটি গ্রামের ওমর আলীর ছেলে। তাকে গতকাল বুধবার চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।