ও-লেভেল পরীক্ষা হরতাল অবরোধের আওতামুক্ত

স্টাফ রিপোর্টার: ও-লেভেল পরীক্ষাকে হরতাল ও অবরোধের আওতামুক্ত ঘোষণা করেছে ২০ দলীয় জোট। গতকাল বুধবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হরতাল-অবরোধের কর্মসূচি বহাল থাকলেও ও-লেভেল পরীক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় পড়বে না। পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতালের আওতামুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।