মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হওয়ার আগে এয়ার এশিয়ার বিমানটি দ্রুত গতিতে ওপরে উঠছিলো বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী ইগনাসিউস জোনান বলেন, দুর্ঘটনার আগে বিমানটি মিনিটে ছয় হাজার ফুট ওপরে উঠছিলো। কোনো যাত্রীবাহী বিমান কিংবা কোনো যুদ্ধবিমানও এতো দ্রুত ওপরে ওঠে না। তিনি বলেন, বাণিজ্যিক বিমানগুলোর গড় গতি মিনিটে এক হাজার থেকে দু হাজার ফুট। কারণ, দ্রুত ওড়ার নকশা করে এগুলো তৈরি করা হয় না। রাডার থেকে পাওয়া তথ্যের উল্লেখ করে ইগনাসিউস বলেন, ‘শেষ মিনিটে বিমানটি সাধারণ গতির চেয়ে দ্রুত ওপরে উঠছিলো আর তখনই তা বিধ্বস্ত হয়। গত ২৮ ডিসেম্বর এয়ার এশিয়ার কিউজেড-৮৫০১ ফ্লাইটটি ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিখোঁজ হয়। পাইলট ও ক্রুসহ মোট ১৬২ জন আরোহী ছিলো বিমানটিতে।