আজ ও আগামীকাল সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল

স্টাফ রিপোর্টার: অনির্দিষ্টকালের চলমান অবরোধ ও আজ থেকে ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল আহ্বায়ক কেন্দ্রীয় এ কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

এক প্রেসবিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার বলেছেন, বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা-গুম, গ্রেফতার এবং শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে ও অবরুদ্ধ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়েছে। এ কর্মসূচি পালনে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Leave a comment