চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা বিষয়ে প্রেসব্রিফিঙে জেলা প্রশাসক

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়ার সাহায্য ক্লা নিতে হবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেসব্রিফিঙে আগামী ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় ।

প্রেসব্রিফিঙে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব ও জেলা তথ্য কর্মকর্তা মশিউর রহমান উপস্থিত ছিলেন। এ সময় জেলা তথ্য কর্মকর্তা মশিউর রহমান স্বাগত বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব ডিজিটাল উদ্ভাবনী মেলার ধারণা দেন। এ মেলায় ৪০টি স্টল ও ব্যাংকের স্টল থাকবে।

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবাগুলো জানেন না। ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো ৬০/৭০ ধরনের সেবা দিয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়ার সাহায্যে ক্লাস নিতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাসে অন্তত ১ থেকে ২ বার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা দেয়া যায় বিষয়টি এ মাস থেকে চালু করার সম্ভাবনা রয়েছে। ডিজিটাল কার্যক্রমের ওপর ১৩টি বিভাগে সেরাদেরকে পুরস্কৃত করা হবে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে। ২২ জানুয়ারি বেলা ৩টায় মেলার উদ্বোধন করা হবে। এরপর সেমিনার, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ২৩ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় ইনোভেশন বিষয়ে সেমিনার, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ২৪ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে সেমিনার ও সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a comment