স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অস্ত্র মামলায় কোর্টচাঁদপুরের চতুরপুর গ্রামের সাজ্জাদ হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার যুগ্ম জজ-২ আদালতের বিচারক আব্দুর রহিম মামলার একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ২০০৯ সালের ১৯ এপ্রিল বেলা ১২টার দিকে জেলার জীবননগর উপজেলার মারুফদহ বাওড়ে অভিযান চালায়। অভিযান চালানোর সময় একটি দেশীয় শাটারগানসহ ঝিনাইদহ জেলার কোঁটচাদপুর উপজেলার চতুরপুর গ্রামের খোদা দফাদারের ছেলে সাজ্জাদ হোসেনকে (৩৫) আটক করে। ওই দিনই মামলাসহ সাজ্জাদকে আদালতে সোপর্দ করা হয়। শাটারগানসহ আটক সাজ্জাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার দেয়া স্বীকারোক্তি ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮(এ) ধারায় দোষী সাবস্ত্য করে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।