ইসরাইলি বিমান হামলায় ৬ হিজবুল্লাহ সদস্য নিহত

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার সীমান্তবর্তী কুনেত্রায় ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হয়েছেন। প্রয়াত উর্ধ্বতন সামরিক কমান্ডার ইমাদ মুগনিয়ার ছেলে জিয়াদ মুগনিয়াহ এ হামলায় মারা গেছেন বলে নিশ্চিত করেছে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহ। এছাড়া নিহতদের মধ্যে একজন সামরিক কমান্ডার ও কয়েকজন ইরানী নাগরিকও রয়েছেন। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ইসরাইল অধিকৃত গোলান উপত্যকার কাছে কুনেত্রায় জিয়াদের গাড়ি লক্ষ্য করে এ ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। এতে জিয়াদসহ ছয়জন নিহত হয়। এর আগে ২০০৮ সালে সিরিয়ার রাজধানী দামেস্ক ইসরাইলি হামলায় নিহত হয় জিয়াদের পিতা হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ইমাদ মুগনিয়াহ। ইমাদ যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকাভূক্ত ছিলো। এছাড়া ইসরাইলি হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর সামরিক প্রধান মোহাম্মদ ইশা নিহত হয়েছেন। হিজবুল্লাহর আল-মানার টিভি জানিয়েছে, কুনেত্রা প্রদেশে মাঠপর্যায়ের এক অভিযানের সময় তারা নিহত হন। এদিকে ইসরাইল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ইসরাইলি হেলিকপ্টার থেকে তাদের ওপর হামলা চালানো হয়। সিরিয়ায় ফের বিমান হামলা চালালে ইসরাইলকে উপযুক্ত জবাব দেয়া হবে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর এমন ঘোষণার পর এ হামলা চালানো হলো।

Leave a comment