ভারতে কারাভোগ শেষে আপন ঠিকানায় ফিরলো ৪ বাংলাদেশি কিশোর

দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ৪ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ।

জানা গেছে, রাজশাহী জেলার গদাগাড়ি উপজেলার আশারিয়াদাহা ইউনিয়নের বাড়িনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুনারুল ও আশারিয়াদাহা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল কাদের (১৬) গত ৮ মাস আগে ভগমানগলা সীমান্ত পথে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। ওই দিনই ভারতের লালগোলা বিএসএফ’র হাতে ধরা পড়ে কাদের ও সুনারুল। বিএসএফ ওই ২ কিশোরকে পুলিশে সোপর্দ করে। ২০১৩ সালের আগস্টের শেষের দিকে নওগাঁ জেলার শাফাহার উপজেলার পারহাপানিয়া পুলেরপুর গ্রামের মান্নানের ছেলে জুয়েল (১৭) বাংলাদেশের হাপানিয়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। ভারতে পরবর্তীডাঙ্গা বিএসএফর হাতে জুয়েল আটক হয়। জুয়েলকে বিএসএফ সোপর্দ করে গাজল থানা পুলিশের হাতে। এ ছাড়া রাজশাহী জেলার টানোর উপজেলার বারহাই ইউনিয়নের গাল্লা গ্রামের অধির রাম দাসের ছেলে রিপন রাম দাস (১৮) ১ বছর ৮ মাস আগে শেখপাড়া সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করলে মুর্শিদাবাদ বিএসএফ’র হাতে আটক হয়। রিপনকে রাণীনগর থানা পুলিশে সোপর্দ করে বিএসএফ। আটককৃত বাংলাদেশি এ ৪ কিশোর ভারতে বহরামপুর আনন্দ সেফহোমে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলারের নিকট অনুষ্ঠিত হয় বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক। এ বৈঠকে বাংলাদেশি ৪ কিশোরকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল আলম, দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন। বিএসএফর পক্ষে ছিলেন ভারতের গেদে বিএসএফ ক্যাম্প ইনচার্জ এআই আরকে বোরহা, ইমিগ্রেশন অফিসার দিপেন মণ্ডল প্রমুখ। গতকালই দামুড়হুদা থানা পুলিশ ৪ কিশোরকে স্বজনদের হাতে তুলে দিয়েছে।

Leave a comment