দুর্নীতির অভিযোগে কোটচাঁদপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারীকে স্ট্যান্ডরিলিজ

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী আনোয়ার হোসেনকে দুর্নীতির অভিযোগে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। তাকে কোটচাঁদপুর থেকে জেলা আরএম শাখায় দেয়া হয়েছে। গত ১২ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার এক পর্যায়ে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মানুষকে হয়রানি করে ঘুষ-বাণিজ্যের অভিযোগ ওঠে। জেলা প্রশাসক এ অভিযোগের প্রেক্ষিতে ভূমি অফিসের অফিস সহকারী আনোয়ার হোসেনকে তাৎক্ষণিকভাবে জেলার আরএম শাখায় বদলি করেন। বিতর্কিত ভূমি অফিসের অফিস সহকারী আনোয়ার হোসেনকে বদলি করায় এলাকার ভুক্তভোগী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

অভিযোগ আছে, ভূমি অফিসের অফিস সহকারী আনোয়ার হোসেন নাম খারিজের জন্য সরকার নির্ধারিত ফি ২৪৫ টাকার স্থলে ৮ থেকে ১০ হাজার টাকা নিতেন ও সরকারের ‘খ’ শ্রেণির অর্পিত সম্পত্তির নাম খারিজের জন্য জনসাধারণের কাছ থেকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা আদায় করে আসছিলেন। মোটা অঙ্কের অর্থ ছাড়া স্থানীয় মানুষ তার কাছ থেকে কোনো সেবাই পেতো না। অর্থ দিয়েও মানুষকে কারণে-অকারণে হয়রানি করে আসছিলেন তিনি।

Leave a comment