শিগগিরই অনলাইনে ভোটার তথ্য সংশোধন

 

স্টাফ রিপোর্টার: ২০১৬ সালের জুন মাসের মধ্যে সব ভোটারদের হাতে পর্যায়ক্রমে ৯০ মিলিয়ন উন্নতমানের জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী এপ্রিল মাস থেকে প্রতিমাসে ৬ মিলিয়ন স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। এর আগে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম জানান, স্মার্টকার্ড কীভাবে বিতরণ করা হবে, তা শিগগিরই সভা করে নির্ধারণ করা হবে। আগামী ২৬ মার্চ জাতীয় পরিচয়পত্রের উন্নতমানের স্মার্টকার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে। আগামী ১৮ মাসে সব ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হবে। এ লক্ষ্যে শিগগিরই অনলাইনে ভোটার তথ্য সংশোধনের সুযোগ দেয়া হবে। তিনি বলেন, স্মার্টকার্ডের উদ্দেশ্য হলো- সকল নাগরিকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য জাতীয় পরিচয়পত্র ব্যবস্থা চালু করা, যা অধিকতর দক্ষ ও স্বচ্ছ সেবা প্রদানের ভিত্তি হিসেবে কাজ করবে। অধিকতর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার জন্য আটটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন ও স্ট্যান্ডার্ড নিশ্চিত করা হয়েছে।