স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইংরেজি নববর্ষ ২০১৫ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত এক রাতের ওই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জিমনেশিয়ামের সভাপতি আব্দুল মোতালেব, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, সাইফ রাসেল, ব্যাডমিন্টন খেলোয়াড় রোকন, শাহ আলম ও পোলেন আহম্মেদ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ উদ্বোধনী বক্তব্য ও খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সভাপতিত্ব করেন ব্যাডমিন্টন খেলোয়াড় ডিমেল। আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন শোভন, ছোট রাসেল, রহমান, এজাজ, রিফাত, আবির প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাধন। এ টুর্নামেন্টে স্বাগতিক চুয়াডাঙ্গাসহ মেহেরপুর, আলমডাঙ্গা ও কুষ্টিয়ার ৮টি জুটি অংশগ্রহণ করে।
প্রধান অতিথি নঈম হাসান বলেন, শহরে অনেক বিত্তবান লোক আছেন তারা অন্য কাজে প্রচুর অর্থ ব্যয় করেন কিন্তু খেলার ব্যাপারে তারা উদাসীন। বিত্তবানরা যদি খেলার উন্নয়নে এগিয়ে আসতো তাহলে আজ যুবসমাজ বিপথগামী হতো না। আমি আমার সাধ্যমতো খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহিত করার চেষ্টা করি।