মাথাভাঙ্গা মনিটর: রোবটের জন্য ব্রেইন উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্র নিবাসী ভারতীয় বংশোদ্ভুত এক বিজ্ঞানী। তবে এ ব্রেইন মানুষের ব্রেইনের মতো নয়। রোবট পরিচালনার জন্য তিনি এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে সংক্ষিপ্ত তত্ত্বাবধানে কাজ করবে রোবট এবং স্বয়ংক্রিয়ভাবে নিজেকে চালাতে পারবে সে। এ পদ্ধতির মাধ্যমে রোবটরা চিন্তা করতে পারবে, শিখতে পারবে, ধারণ করতে পারবে এবং মানুষের তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে পারবে। মিশোরি ইউনিভার্সিটির ড. জগন্নাথান সারাঙ্গাপানি এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। রোবট বিজ্ঞানকে পরের স্তরে পৌঁছে দিতেই তার এ প্রচেষ্টা। প্রযুক্তি উদ্ভাবন সম্পর্কে এমনটাই বললেন তিনি। তার উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে প্রচলিত ফর্মেশনের মাধ্যমেই রোবট চালনা করা যাবে। ত্রুটি সহনশীল ব্যবস্থা রয়েছে তার নকশাকৃত পদ্ধতিতে। এ সহনশীল ব্যবস্থা রোবটের পূর্ব নির্ধারিত কাজকে সহজে শেষ করতে সাহায্য করবে। যখনই কোনো সমস্যা সৃষ্টি হবে তখন আপনিতেই এর ত্রুটি সহনশীল নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ শুরু করবে।
তিনি বলেন, আমি চাই রোবটরা নিজদের জন্য ভাবতে শিখুক, জানতে শিখুক, ধারণ করতে শিখুক এবং মানুষের তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে শিখুক। একটি স্ব-সচেতন রোবট তৈরি সম্ভব হবে। এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। এ প্রযুক্তি রোবটে ব্যবহারের মাধ্যমে তাদের নিরাপত্তা নজরদারি, ভূমি খনন এমনকি বিমানের কৌশলি অভিযানেও কাজে লাগানো যাবে। এ পদ্ধতির মাধ্যমে রোবটে কোনো যান্ত্রিক ত্রুটি হলেও হার্ডওয়্যারের মাধ্যমে রোবট কাজ করতে থাকবে।