চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষের ভিন্নিমত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বলেছেন, সহকারী অধ্যাপক সামসুল আলমকে তার দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করেছে গর্ভনিং বডি। আমার সাথে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। এরপরও বানোয়াট অভিযোগ তুলে থানায় জিডি করেছেন।

চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামসুল আলম গতপরশু চুয়াডাঙ্গা সদর থানায় অধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে জিডি করেন। নিরাপত্তা প্রার্থনা করেন। এরই ভিত্তিতে গতকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় তা প্রকাশিত হয়। অধ্যক্ষ শাহজাহান আলী প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে বলেছেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সঠিক নয়। ফলে আমি প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া দুটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেছেন, হোমিওপ্যাথি কলেজ সকল সাতটা থেকে ১০টা পর্যন্ত চলে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে আমাকে পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়। আমার পূর্ণকালীন কর্মস্থল চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ।