গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রামে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে সংবর্ধনা দেয়া হয়। ওই গ্রামের আরিফুল ইসলাম, শারমিন ও শাহিনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন শিশিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওষুধ ব্যবসায়ী আবুল বাশার ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা রনি।