সংলাপ না হলে দেশ ভয়াবহ সংঘাতের দিকে যাবে

স্টাফ রিপোর্টার: বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের বতর্মান রাজনৈতিক অবস্থা সবার জন্য অশনি সঙ্কেত। সংলাপ না হলে দেশ ভয়াবহ সংঘাতের দিকে যাবে। গতকাল শুক্রবার ধুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখে ফেরার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দ্রুত সংলাপের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের তাগিদ দিয়ে বি চৌধুরী বলেন,  বিদেশিদের চাপে যদি সংলাপ হয় তা হবে দেশের জন্য লজ্জাজনক। ডা. চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ধীরে ধীরে যে দিকে মোড় নিচ্ছে, এটি দেশের জন্য একটি অশনি সঙ্কেত। সাংবাদিকদের প্রশ্নের তিনি বলেন, সরকার ৫ তারিখে (জানুয়ারি) বিএনপিকে সমাবেশ করতে দেয়নি। বিএনপিকে সমাবেশ করতে দিলে দেশের এমন কি ক্ষতি হতো? তারা (আ.লীগ) তো ঠিকই সমাবেশ করেছে। ১২ তারিখে তারা নিজেরা সমাবেশ করে রাজনৈতিকভাবে হেরে গেছে।

Leave a comment