স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সূর্যের মাধ্যমে মাদকসেবীদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা ও এ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির মধ্যে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করার নিমিত্তে চুয়াডাঙ্গা জেলার সুশীল সমাজ, সরকারি ও বেসরকারি পদস্থ কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক আইনজীবী, ব্যবসায়ী ও যুবসমাজকে নিয়ে সেভ দ্যা চিলড্রেনের এইচআইভি পোগ্রাম, মেহেরপুর প্রজেক্ট অফিসের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডভোকেসি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের হররুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিসার্জন খন্দকার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকীয়া খানম ও সেভ দ্যা চিলড্রেন মেহেরপুর অফিসের ইনচার্জ ফারুক হোসেন। বর্তমানে বাংলাদেশে সম্ভাব্য ৭৭০০ জনের মধ্যে এইচআইভি সংক্রমন আছে এবং ইতোমধ্যে এইচআইভি বহনকারী শনাক্তকারী মানুষের সংখ্যা হচ্ছে ২ হাজার ৮৭১জন। এইডস ডেভেলপ করছে ১২০৪ জন এবং ২০১২ সালের প্রাপ্ত তথ্য অনুযায়ী এইচআইভতে আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেছে ৩৯০ জন। তিনি আরও জানান, বর্তমানে সারাবিশ্বে ২.৫ মিলিয়ন মানুষ এইচআইভি রোগে আক্রান্ত এবং আমাদের পার্শ্ববর্তী দেশে প্রায় ৪০ লাখ ব্যক্তি এইচআইভি নিয়ে বসবাস করছে। তাছাড়া সারাবিশ্বে প্রতি ১৫ সেকেণ্ডে একজন ব্যক্তি এইচআইভিতে আক্রান্ত হচ্ছে। অনুষ্ঠিনটি পরিচালনা করেন সেভ দ্যা চিলড্রেনের এইসআইভি প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার সাইদুর রহমান।