জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর ও রাজাপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার মাদক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় মদ ও ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। বেনীপুর বিজিবি এ সময় মিন্টু মিয়া নামে এক মাদক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনীপুর মেন্দার মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় টহলদল ৭১ বোতল ফেনসিডিলসহ ওই গ্রামের এলাহী মণ্ডলের ছেলে মিন্টু মিয়াকে (২৫) আটক করেন। এছাড়াও রাজাপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার তামিজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর হালদারপাড়ার মাঠ থেকে ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।