নিবন্ধনহীন দল নিয়ে হুদার নেতৃত্বে নতুন জোট

 

স্টাফ রিপোর্টার: ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের নিবন্ধনহীন ২৫টি রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নামে নতুন জোটের আত্মপ্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নতুন জোটের ঘোষণা দেয়া হয়। বিএমএ’র আত্মপ্রকাশ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএমপি ছাড়াও জোটে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক কমিটি, জাগো বাঙালি, ইউনাইটেড মাইনোরিটি পার্টি, সম্মিলিত নাগরিক পার্টি, ইনসাফ পার্টিসহ আরো ১৭টি দল রয়েছে। ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, দেশে চলমান সঙ্কট নিরসনে আলোচনার বিকল্প নেই। আলোচনা ছাড়া দু নেত্রীর রেহাই নেই। আইনের সুশাসন ও সংবিধানের মূল অধিকার সমুন্নত রাখতে বিএনএ কাজ করবে বলে অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, সুস্থ রাজনীতির মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত করতে কাজ করবে বিএনএ। সাংঘর্ষিক ও সংঘাতপূর্ণ অপরাজনীতির অবসান ঘটানোই হবে এ জোটের লক্ষ্য। নতুন জোটে অন্তর্ভুক্ত ২৫টি দলের নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকা প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, আমরা কমিশনের নিবন্ধন আইনের বিরোধী। এতে জনগণের মতামত নেয়া হয়নি। আইনটি সংবিধান বিরোধী।  এই আইনের কারণে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই। আলোচনা ছাড়া রেহাই নেই দুই নেত্রীর।