টিপ্পনী

খবর:(গাংনীতে নারী মাদকব্যবসায়ীসহ আটক ২)

 

মদ গিলে খাও গাঁজা ওড়াও

গোপনে দাও পাচার,

মাতালগুলো লুঙ্গি খোলে

দৃশ্য সে কী নাচার!

 

খোরে খোরে দেশটা ভরা

নেইতো উপায় বাঁচার,

পুত্র ঢোলে পিতা ঢোলেন

ভাব ভালো নয় চাচার।

 

হিরো খোরে ইট বেঁচে খায়

বাঁশ বেঁচে খায় মাচার,

কাণ্ড দেখে দাদা মশাই

গিঁট বেঁধে নেন কাছার।

 

-আহাদ আলী মোল্লা