মেহেরপুরে অর্ধ শতাধিক বিএনপিকর্মীর আওয়ামী লীগে যোগদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আলমপুর গ্রামের অর্ধ শতাধিক বিএনপিকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর হোটেল বাজারস্থ শাহ আলম মার্কেটে সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুলের হাতে হাত দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

সন্ধ্যায় সদর উপজেলার আলমপুর গ্রামের আব্দুল বারির নেতৃত্বে ওই গ্রামের জাকির হোসেন, মো. আবু শ্যামা, শাহিন আলম, কুরবান আলী, আবু তালেব, ইসতিয়াক, শহিদুল, হাফিজুলসহ অর্ধশতাধিক বিএনপি কর্মী আলহাজ মো. গালাম রসুলের হাতে হাত দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।