মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করার সময় দু বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯৩নং মেন পিলারের কাছে তারা আটক হয়।

মুন্সিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ওয়াহেদ জানান, বুধবার দুপুর ২টার দিকে মেহেরপুর সদর উপজেলার শৈলমারী গ্রামের বরকত আলীর ছেলে জাহিদুল (৩৬) ও শুভরাদপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে বিজন (২০) মুন্সিপুর সীমান্তের ৯৩নং মেন পিলার আর/৭নং পিলারের নিকট দিয়ে অবৈধ পথে ভারতে যাচ্ছিলো। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে দামুড়হুদা থানায় সোপর্দ করে। অবৈধ অনুপ্রবেশের অপরাধে নায়েক সুবেদার ওহিদুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন।