মেহেরপুর পবিস এলাকা পরিচালক নির্বাচনে আলামিন হোসেন জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৬নং এলাকা পরিচালক পদে নির্বাচনে জয়লাভ করেছেন মদনাডাঙ্গা গ্রামের সাংবাদিক আলামিন হোসেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী আমঝুপি গ্রামের খাজা মঈনদ্দীনকে ১৩৯ ভোটে পরাজিত করে তিনি বিজয়ী হন। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আলামিন হোসেন মাছ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট। বর্তমান এলাকা পরিচালক খাজা মঈনদ্দীন লিটন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯১ ভোট। মোট ৯ হাজার ৩৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ হাজার ৩২৮ জন। বাতিল হয়েছে ৭টি। সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পল্লী বিদ্যুতের গ্রাহক ভোটারা ভোটাধিকার প্রয়োগ করেন। ৬নং এলাকা সদর উপজেলার আমঝুপি, কুতুবপুর ও বুড়িপোতা ইউনিয়ন নিয়ে গঠিত।