বুধবার মুজাহিদের আপিল শুনানি

 

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি বুধবার থেকে শুরু হবে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে আপিলের শুনানি হবে। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় বিষয়টি চার নম্বরে রয়েছে। গত বছরের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হত্যা, গণহত্যা, অপহরণসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন। পরে এ রায়ের বিরুদ্ধে মুজাহিদের পক্ষে আপিল দায়ের করা হয়। ১২ ডিসেম্বর জামায়াত নেতার আপিলের পর শুনানির জন্য এ দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন নেতৃত্ব দেবেন।