মেহেরপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ৩৫তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পল্লি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ইউ.সি.সি.এ’র সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রত্না রানী পাল। বিশেষ অতিথি ছিলেন ইউ.সি.সি.এ’র সহসভাপতি হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। ইউ.সি.সি.এ’র পরিচালক ও সদস্যবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।