জনপ্রিয়তার পরীক্ষার মুখে মোদী

মাথাভাঙ্গা মনিটর: আগামী মাসে দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জনপ্রিয়তার পরীক্ষা দিতে হবে বলেই ধারণা করা হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন দিন পর ফল প্রকাশ করা হবে। প্রায় এক বছর ধরে ভারতের রাষ্ট্রপতির অধীনে দিল্লির প্রশাসনিক কাজ চলছে। ২০১৩ সালের ডিসেম্বরের নির্বাচনে হঠাৎ করেই দেশটির রাজনীতিতে আবির্ভূত হওয়া আম আদমি পার্টি (এএপি) দিল্লির শাসনভার গ্রহণ করেছিলো। কিন্তু মাত্র ৪৯ দিনের মাথায় তারা ক্ষমতা থেকে সরে দাঁড়ায়। কেন্দ্রীয় সরকারের সাথে বিদ্যুত, পানি ও জ্বালানি নিয়ে মতবিরোধের কারণে চাপে পড়ে গিয়েছিলো। ওদিকে প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় দিল্লির জনগণের হতাশাও বাড়ছিলো। যে কারণে এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিতে বাধ্য হন। ৭ ফেব্রুয়ারির নির্বাচনে মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি), এএপি ও কংগ্রেস পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।

Leave a comment