ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রাম থেকে গত শনিবার রাতে অস্ত্র ও মোটরসাইকেলসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কেতাবাঙ্গী গ্রামের মৃত মতিন মণ্ডলের ছেলে মমিন মণ্ডল, সিরাজুল ইসলামের ছেলে হাসান আলী, ডামুরদিয়ার মৃত লিয়াকত শেখের ছেলে খোকন শেখ এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার খলিলুর রহমানের ছেলে আসাদুর রহমান।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি সোলাইমান মোল্লা জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে সশস্ত্র ছিনতাইকারীদের অবস্থানের খবর পান তারা। পরে গোয়েন্দা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করে। এ সময় পুলিশ তাদের নিকট থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।