হরিণাকুণ্ডু প্রতিনিধি: টানা অবরোধের ৫ম দিনে বিপাকে হরিণাকুণ্ডুর অসহায় কৃষককূল। বোরো বীজতলায় সেচ প্রদান, চলতি মরসুমে জমিতে রোপণকৃত ধানে সেচ প্রদানের জন্য ডিজেল একটি অতি প্রয়োজনীয় উপকরণ। অথচ ধান লাগানোর প্রাক্কালে অবরোধের অজুহাত খাড়া করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীগণ ৬৮ টাকার লিটারের ডিজেল ৮০ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ করছে ভুক্তভোগী কৃষক। কুলবাড়িয়া, সাতব্রিজ বাজারসহ গ্রামাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে এক শ্রেণির মুনাফাখোরি ব্যবসায়ীরা অবরোধের ধুয়া তুলে বেশি দামে ডিজেল বিক্রি করায় চরম বিপাকে বোরো আবাদকারী কৃষকগণ। তাদের এ অসহায়ত্ব থেকে পরিত্রাণের কোনো পথ নেই বলে অভিমত ব্যক্ত করছে মাজাভাঙা কৃষক। এ অবস্থা থেকে কৃষকদের রক্ষা করতে না পারলে এ অঞ্চলে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি এখনই প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষ আমলে না নিলে জাতির মেরুদণ্ডতুল্য কৃষককূল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সচেতন নাগরিক সমাজ মনে করে।