স্টাফ রিপোর্টার: জামিনের পর জেলহাজত থেকে মুক্তি পেলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। গতকাল রোববার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাত নম্বর সেল থেকে মুক্তি পান। ফলে আগামী বিশ্বকাপ খেলতে তার বাধা থাকলো না। এর আগে মডেল ও চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপির দায়ের করা মামলায় আটক জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের জামিন মঞ্জুর করেন আদালত। গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানান রুবেলের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। জামিন আবেদনের শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক পরে আদেশ দিবেন বলে জানান। বেলা দেড়টায় বিচারক মামলার চার্জশিট না দেয়া পর্যন্ত রুবেলকে অন্তবর্তী জামিন দেন।
এদিকে ক্রিকেটার রুবেল হোসেনের জামিনের পর বিসিবির প্রধান নির্বাচন জানান, রুবেল বিশ্বকাপ খেলতে পারবেন। তার জামিনের মধ্যদিয়ে ক্রিকেট বোর্ড স্বস্তি ফিরে পেয়েছে। গত বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন রুবেল। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। গত ১৩ ডিসেম্বর মডেল ও চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপি মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে রুবেল হোসেনকে আসামি করে মামলা করেন। এরপর তিনি রুবেলকে জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ার জন্য রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন রুবেল। বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ সোমবার। এ মাসের শেষ সপ্তায় বাংলাদেশ ক্রিকেট দলের রওনা হওয়ার কথা।