অস্ট্রেলিয়ায় মানিয়ে নিতে ব্রিসবেন ক্যাম্পের অপেক্ষা
মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের পেসারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই হিথ স্ট্রিকের। তবে সাফল্য পেতে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া খুব জরুরি বলে মনে করছেন তিনি। বাংলাদেশের পেস বোলিং কোচের বিশ্বাস, কন্ডিশন বুঝতে বিশ্বকাপের আগে ব্রিসবেনের ক্যাম্প তাদের জন্য খুবই সহায়ক হবে। বিশ্বকাপের আগে ব্রিসবেনে দু সপ্তার জন্য অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্ট্রিক সাংবাদিকদের বলেন, ভালো করতে হলে আমাদের অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। তাই ব্রিসবেনের দু সপ্তার ক্যাম্পটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের নিশ্চিত করতে হবে, ছেলেরা যা শিখছে তা যেন প্রয়োগ করতে পারে।
ব্রিসবেনে ক্যাম্প করতে ২৪ জানুয়ারি দেশ ছাড়বেন মাশরাফি বিন মুর্তজারা। দলে অধিনায়ক ছাড়াও পেসার হিসেবে আছেন আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। বাংলাদেশের পেস বোলিং বিভাগ নিয়ে খুশি স্ট্রিক। তিনি জানান, চারজন চার ধরনের বোলার। পেস বোলিং বিভাগ বৈচিত্র্যপূর্ণ। কারো পেস বেশি, কারো সুইং বেশি। তাসকিন খুব জোরে বল করতে পারে, আবার আল-আমিন সুইং করাতে পারে। পেস বোলিং বিভাগ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
স্ট্রিক মনে করেন, কোয়ার্টার-ফাইনালে খেলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। তিনি বলেন, আফগানিস্তান ও স্কটল্যান্ডকে অবশ্যই হারাতে হবে। এর সাথে আরো দুয়েকটি বড় দলকে হারাতে পারলে আমরা পরের রাউন্ডে যেতে পারবো। এ গ্রুপে বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।