মাথাভাঙ্গা মনিটর: কয়েক হাজার ফুট ওপর দিয়ে উড়ছিলো বিমানটি। হঠাৎই প্রসববেদনায় আর্তনাদ করে উঠলেন এক অন্তঃসত্ত্বা যাত্রী। খবর পেয়ে ছুটে এলেন কয়েকজন বিমানবালা। তাদের সহায়তায় উড়ন্ত বিমানেই নিজের সগর্ব উপস্থিতির জানান দিলো ফুটফুটে এক কন্যাশিশু। তার কান্নার শব্দে যাত্রীদের মুখ থেকে মুছে গেলো উৎকণ্ঠার রেখা। প্রশান্তির হাসি হাসলেন প্রসূতি মা।
গতকাল শুক্রবার লেবানন থেকে ঢাকায় আসার পথে এয়ার এরাবিয়ার একটি বিমানে এ ঘটনা ঘটে। সন্তানের জন্মদানকারী নারীর নাম জেসমিন আক্তার। জেসমিনের সাথে আসা কয়েকজন যাত্রী জানান, উড়োজাহাজের ভেতরেই জেসমিনের প্রসববেদনা ওঠে। প্রচণ্ড ব্যথায় কাতর জেসমিন আক্তারকে নিয়ে তখন নেমে আসারও কোনো উপায় নেই। উড়োজাহাজটি তখন উড়ছে কয়েক হাজার ফুট ওপর দিয়ে। লেবানন থেকে রওনা হয়ে বাংলাদেশে আসতে আরও প্রায় দেড় ঘণ্টা সময় লাগবে। এ অবস্থায় জেসমিনের সাহায্যে এগিয়ে আসেন এয়ার এরাবিয়ার কর্মীরা। তাদের চেষ্টায় উড়োজাহাজের ভেতরই একটি ছোট্ট ফুটফুটে কন্যাশিশুর জন্ম দেন জেসমিন। শিশুটি জন্ম নেয়ার প্রায় ২০ মিনিট পর শ খানেক যাত্রী নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে নামে উড়োজাহাজটি।