বাজারগোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নিরব হোসেন (৪) নামে এক শিশু বিদ্যুতস্পষ্ট হয়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে রাখা অরক্ষিত বিদ্যুত তারে জড়িয়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। নিরব হোসেন সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাহিদ হোসেনের ছেলে। গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশু নিরবের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।