জীবননগর ব্যুরো: গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলা কয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মৃত দেলোয়ার হোসেনের ছেলে শরিফুল ইসলামের বিচুলি গাদা ভস্মীভূত হয়। বাচ্চারা খেলার সময় বিচুলি গাদায় আগুন ফেললে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জীবননগর ফায়ার সার্ভিসের কর্মী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে শরিফুল ইসলামের প্রায় ২৫ হাজার টাকার বিচুলি পুড়ে গেছে বলে জানা গেছে।