মেহেরপুরের বুড়িপোতা ইউপির ২ নং ওয়ার্ড বাস্তুহারা লীগের কমিটি গঠন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা বাস্তুহারা লীগের উদ্যোগে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাস্তুহারা লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ঝাঁঝাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট, শহর বাস্তুহারা লীগের সভাপতি জামান আজিজ বেল্টু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সহসভাপতি মানিক হোসেন, যুগ্ম সম্পাদক শামিম খন্দকার, বুড়িপোতা ইউনিয়ন বাস্তুহারা লীগের সভাপতি মো. শহিদ, সাধারণ সম্পাদক জনি। কমিটিতে মো. ফিরোজ আলমকে সভাপতি ও মো. সুজনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির উদ্দেশে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি সোহেল আহম্মেদ।

Leave a comment