চুয়াডাঙ্গায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়ার বিষয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ক্লাসরুম ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতাকল মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল ও জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনসহ বিভিন্ন স্কুল-মাদরাসা ও কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলায় ১৮৮টি স্কুল-কলেজ ও মাদরাসা আছে। যার মধ্যে ১২৩টি প্রতিষ্ঠানকে একটি করে মাল্টিমিডিয়া, ল্যাপটপ ও এক থেকে তিনজন শিক্ষককে মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সভার সভাপতি জেলা প্রশাসক বলেন, ‘এই মাল্টিমিডিয়ার সাহায্যে ক্লাস নিয়ে পড়াশুনার আধুনিক পদ্ধতি বিষয়ে শিক্ষার্থীদেরকে যথাযথ ধারণা দিতে হবে। যে প্রতিষ্ঠানে অবহেলা লক্ষ্য করা যাবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Leave a comment