আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা ও সমন্বয়সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গার উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয়সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ও মাসিক সমন্বয়সভায় উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মীর মহি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, ইউপি চেয়ারম্যান সমিতিরি সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, ইউপি চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, তবারক হোসেন, মোস্তাফিজুর রহমান রুন্নু, নজরুল ইসলাম, মিনাজ উদ্দিন, আমিনুল ইসলাম রোকন, দারুস সালাম, শাহাজালাল ব্যানা, মাও. আব্দুল কাদের, ইউসুফ আলী, জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা অফিসার ডা. আবু মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আ.হ.ম. শামীমুজ্জামান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনির উদ্দিন মোল্লা, পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুস সাত্তার, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী, পিআইও মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সমাজসেবা অফিসার আবু তালেব, বিআরডিবি কর্মকর্তা হোসনে আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, আনসার ভিডিপি প্রশিক্ষক আশরাফুল আলম প্রমুখ।

Leave a comment