আড়ালে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জ বাজারের জোয়ার্দ্দার বস্ত্রালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। দোকানি বটিয়াপাড়ার মনিরুল ইসলামকে না পেয়ে ক্ষুব্ধ জনতা দোকানে তালা ঝুলিয়ে দেয়। কেন? দোকানির বিরুদ্ধে খেজুরতলার আনারুল ইসলামের মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উত্থাপনের প্রেক্ষিতে গতকাল বিকেলে সালিসের প্রস্তুতি নেয়া হয়। দোকানে দোকানিকে না পাওয়ায় তালা ঝুলিয়ে দেয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা খেজুরার নায়েব আলীর ছেলে আনারুল গত ২৯ ডিসেম্বর বাড়ি ফেরার পথে টেংরামারী-খেজুরতলা সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন। তার নিকট থেকে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয় বলে জানান তিন। পরবর্তীতে মোটরসাইকেলটি নীলমণিগঞ্জ বাজারের জোয়ার্দ্দার বস্ত্রালয়ের মনিরুল ইসলাম ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন বলে জানান আনারুল। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দোকানের সামনে সালিসের প্রস্তুতি নেয়া হয়। ইউপি চেয়ারম্যানসহ বাজার কমিটির সভাপতিসহ অনেকেই দোকানের সামনে সমাবেত হন। দোকানিকে না পেয়ে দোকান কর্মচারী বাদলের সামনেই তালা ঝুলিয়ে দিয়ে বলা হয়, ছিনতাই হওয়া মোটরসাইকেলের বিষয়ে মনিরুল ইসলাম সন্তোষজনক জবাব দিলে বাজার কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।