স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রশিক্ষণের পর পরীক্ষায় পাস না করায় বড়দের গঞ্জনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে শরিফুল ইসলাম (১৯)। সে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভাংবাড়িয়ার ভোগাইল বগাদির আসমান আলীর ছেলে।
জানা গেছে, শরিফুল ইসলাম সিঙ্গাপুর যাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখে আসছিলো। স্বপ্ন বাস্তবায়নের জন্যই সে ঢাকার একটি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নেয়। পরীক্ষায় সে উত্তীর্ণ না হলে সিঙ্গাপুরে পাড়ি জমানোর পথ কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। শরিফুল পরীক্ষায় ব্যর্থ হয়ে বাড়ি ফিরলে বাড়ির লোকজন কথায় কথায় ব্যর্থতার বিষয়ে কটূক্তি করতে থাকে। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার সে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকে তার লাশ দ্রুত সরিয়ে নেয়া হয়।