মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারের মুদিব্যবসায়ী শ্রী তাপস পালকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে তার দোকান থেকে অপহরণ করা হয়। অপহরণের সময় তার দোকান থেকে বেশ কিছু নগদ টাকাও হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
অপহৃত দোকানি তাপস পাল পার্শ্ববর্তী বাবুপুর গ্রামের জিল্লু পালের ছেলে। গতরাত ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মুজিবননগর থানা পুলিশ বলেছে, অপহৃতকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। অপরদিকে অপহৃতের পরিবারের সদস্যরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাপসকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে নাকি অন্য কিছু ঘটেছে তার ভাগ্যে? এসব প্রশ্নের জবাব মিলছে না।
স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ১০/১৫ জনের একদল অস্ত্রধারী তাপসের দোকানে প্রবেশ করে। তাকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করলে দোকানি চিৎকার দেন। এ সময় বাজারে অবস্থানরত লোকজন এগিয়ে গেলে ৫টি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বোমার শব্দে প্রাণভয়ে লোকজন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করলে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা হাতিয়ে নেয়। একই সাথে দোকানি তাপস পালকে। এ ফাঁকে তাপস পালকে অপহরণ করে মহাজনপুর-কোমরপুর মাঠের দিকে চলে যায় তারা। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্প ও মুজিবনগর থানা পুলিশের দুটি দল এলাকাবাসীর সহযোগিতায় ওই মাঠের চারদিকে অবস্থান নেয়। মাঠে খোঁজাখুঁজি করে তাপস পালের কোনো হসিদ মেলেনি বলে জানান মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। এখনো পর্যন্ত কেউ অপহরণের দ্বায়-দায়িত্ব স্বীকার কিংবা মুক্তিপণ দাবি করেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।