ডিঙ্গেদহ প্রতিনিধি: ভারতের কোলকাতা পেয়ারলেস হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় দর্শনা জয়নগর বর্ডার হয়ে দর্শনা চেকপোস্টে পৌঁছুলে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ, আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান দীর্ঘদিন ধরেই শিরার সমস্যা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ১ জানুয়ারি ভারতের কোলকাতার পেয়ারলেস হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় দর্শনা জয়নগর বর্ডার হয়ে দর্শনা চেকপোস্টে পৌঁছুলে ইউনিয়ন পরিষদ, দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ডিঙ্গেদহ নিজ বাড়িতে পৌঁছান তিনি।