গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুল হক স্বপন গতকাল মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)।
পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বুকে ব্যথা অনুভব হলে দ্রুত তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিলে সেখানে তার মৃত্যু হয়। বিকেলে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। তিনি বিসিআইসি সার ডিলার ছিলেন। তার মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।