দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউপি উপনির্বাচনের সাড়ে ৪ মাস পেরিয়ে গেলেও ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্যরা আজও হাজিরার টাকা পাননি। বিষয়টি আনসার ভিডিপির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী আনসার সদস্যরা।
ভুক্তভোগী আনসার পিসি জয়রামপুরের খলিলুর রহমান বলেন, গত ২৪ আগস্ট হাউলী ইউপি উপনির্বাচন ভোট অনুষ্ঠিত হয়। ওই উপনির্বাচনে আমরা প্রায় দেড়শ জন আনসার সদস্য দায়িত্ব পালন করি। অথচ এখনও হাজিরার টাকা পেলাম না। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মওলা করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি দু মাস আগেই উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন করেছি এবং তা লিপিবদ্ধও হয়েছে। এছাড়াও আমাদের জেলা অ্যাডজুটেন্ড স্যার বিষয়টি ঢাকা হেড কোয়ার্টারে জানিয়েছেন। পরবর্তীতে জানতে পেরেছি, নির্বাচন কমিশন সচিবালয় থেকে এখনও বিল ছাড়েনি তাই দেরি হচ্ছে।