কক্সবাজারে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: কক্সবাজারে সমুদ্রে গোসল করার সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় শহরের সি-ইন পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক রাজিবুল হোসেন রাজি (৩০) ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মী। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আরো ৭ জন সহকর্মীর সাথে আগের দিন তিনি কক্সবাজারে আসেন। তিনি ঢাকার মোহাম্মদ পুরের বসবাস করতেন বলে জানা গেছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে অন্যান্য সহকর্মীদের সাথে সাগরে গোসল করতে নামেন রাজিব। কিন্তু সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে যান তিনি। এ সময় খবর পেয়ে লাইফগার্ডকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবি লাইফগার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, নিহত পর্যটক সুইমিং জোনের বাইরে সি-ইন পয়েন্ট সমুদ্রে গোসল করায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে বিলম্ব হয়। ফলে তার পেটে মাত্রাতিরিক্ত পানি ঢুকে যায়।
উল্লখ্য, এ নিয়ে গত ১০ বছরে কক্সবাজার বঙ্গোপসাগরে ডুবে ৮৫ পর্যটক মারা যান।

Leave a comment