হাসপাতালের এক নিসিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেখার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন হসপাতালেরই অ্যাম্বুলেন্স চালক রাশেদুল ইসলাম রাশেদ। তিনি বলেছন, আমার পিতা অসুস্থতাজনতি কারণে গত রোববার থেকে সদর হাসপাতালে ভর্তি। গতকাল সোমবার বেলা ২টার দিকে হাসপাতালে পিতার শারীরিক অবস্থা ও চিকিৎসা বিষয়ে খোঁজ নিতে গেলে কর্তব্যরত স্টাফ নার্স রেখা ভুল তথ্য দেন। ভুল তথ্য দেয়ার কারণ জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। টেবিলের ওপর থাকা দাগকাঠি দিয়ে আঘাতের চেষ্টা চালান। বিষয়টি সিভিল সার্জনকে অবগত করানো হয়েছে বলেও জানিয়েছেন অভিযোগকারী রাশেদসহ তার কয়েকজন সহকর্মী।

Leave a comment