চুয়াডাঙ্গা রেলবাজার ওয়াইসি জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করলেন হুইপ ছেলুন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলবাজার ওয়াইসি জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করলেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গত রোববার বাদ আছর চুয়াডাঙ্গা রেলবাজার ওয়াইসি জামে মসজিদের বহুতলা বিশিষ্ট মসজিদ ভবনের উদ্বোধন করেন। এ সময় অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি নাজিম উদ্দিন জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদ কমিটির সেক্রেটারি অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক।

Leave a comment