চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণ পরিবেশে ওয়ান্ডারফুল ডিজিটাল স্কুল উদ্বোধন

স্টাফ রিপোর্টার: জাঁকজমকপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গা ঈদগাহপাড়াস্থ ওয়ান্ডারফুল ইন্টারন্যাশনাল ডিজিটাল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত রোববার স্কুলের প্রধান পৃষ্ঠপোষক কৃষিবিদ মনিরুজ্জামান বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (অব.) মুক্তিযোদ্ধা রেজাউল করিম ও আবু বক্কর সিদ্দিক, চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মাস্টার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওবায়দুল হক জোয়ার্দ্দার। প্রধান অতিথি দেশের চলমান উন্নয়নের বিভিন্ন ধারাবাহিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। ওয়ান্ডারফুল ডিজিটাল স্কুলের বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বর্তমান ডিজিটালাইজড সরকারের বিনামূল্যে বই বিতরণ, নারী ও শিশুদের স্বাস্থ্য শিক্ষা বিকাশে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি ঈদগাপাড়াস্থ ওয়ান্ডারফুল ইন্টান্যাশনাল ডিজিটাল স্কুলের অডিও-ভিডিও শিক্ষা পদ্ধতির প্রচেষ্টা ও উদ্যোগকে সাধুবাদ জানান।

চুয়াডাঙ্গা পলিটেকনিকের গণিত বিষয়ে লেকচারার রেজওয়ানুর রহমান মিলন বিশ্বাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী টিপু সুলতান, শারমিন আক্তার, সূচনা মালিক, হালিমা, রিনা, রত্না, তপু, নিপা, মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন টিপু সুলতান, শাকিল খান। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিক্ষক শারমিন ও শ্যামলী এবং নৃত্য পরিবেশন করেন সুমাইয়া ও সুমনা।

Leave a comment