দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কেক কেটে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে জয়রামপুর ইয়ুথ ক্লাব মাঠে ছাত্রনেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. ওয়াহেদ, শামসুল, ফরমান, তিতাস, ইউনিয়ন ছাত্রদলের ছোটন, রকিবুর, মামুন, সোহেল, আসলাম, সাইফুল, শুকুর আলী, শান্ত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র নেতা শাকিল হোসেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে উপজেলা এবং পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে শ শ নেতাকর্মীরা শৈলকুপা সিটি কলেজ মাঠে সমবেত হতে থাকে। সকাল ৯টায় কেক কেটে মুহুর্মূহ স্লোগান আর করতালির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে র্যালি বের হয়ে শান্তিপূর্ণভাবে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাজ সাজ আনন্দ আর উৎসবমূখর পরিবেশে বর্তমান সরকারের দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো শৈলকুপা শহরে সমাবেশ, উন্মুক্ত মিছিল ও র্যালি করেছে ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি এমদাদুল ইসলাম আকুল ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠাননটি পালন করা হয়।