স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বালিয়াকান্দি গ্রামের দুজন নিরীহ মানুষকে গাঁজাসেবনকারী সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে গ্রামের চিহ্নিত গাঁজা বিক্রেতা আব্দুল খালেকের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করেন।
লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানাধীন পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত বাবর আলীর ছেলে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী আব্দুল খালেক। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ খালেকের বাড়িতে অভিযান চালান। এ সময় খালেক উপস্থিত থাকলেও তাকে না ধরে একই ইউনিয়নের সুবদিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে লিয়াকত ও মৃত হাফিজ উদ্দীনের ছেলে ছোরাহাককে আটক করে। অভিযোগকারীদের দাবি আটক দুজন গ্রামের নিরীহ মানুষ। আসল গাঁজা ব্যবসায়ীকে আড়াল করে পুলিশ তাদেরকে উদ্দেশ্যমূলক আটক করে থানায় নেয়।