দামুড়হুদার নতুনগ্রামের গবরা বিলে চাঁদাবাজদের হানা
দর্শনা অফিস: দামুড়হুদার কুড়–লগাছি নতুনগ্রামের গবরা বিলে চাঁদাবাজচক্রের সদস্যরা হানা দিয়েছে। দু পাহারাদারকে পিটিয়ে করেছে জখম। থানায় করা হয়েছে নালিশ। দর্শনা পৌর এলাকার থানাপাড়ার আজির বক্সের ছেলে বিলের ইজাদারের অভিযোগে জানা গেছে, দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের নতুনগ্রাম হরিশচন্দ্রপুর গবরা বিলে দীর্ঘদিন ধরে মাছচাষ করা হচ্ছে। বেশ কিছুদিন থেকে ইজারাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে কুড়–লগাছি পূর্বপাড়ার আহাদ, গোরস্তানপাড়ার খোকন, হরিশচন্দ্রপুরের রশিদ, চণ্ডিপুরের নজু, তাহাজুল, কামরুজ্জামান ও দাউদ। চাদার টাকা না পেয়ে গত পরশু বুধবার রাত ১২টার দিকে অভিযুক্ত ওই চাঁদাবাজচক্র বিলে হামলা চালায়। বিলে জোরপূর্বক মাছ ধরার চেষ্টা করা হলে পাহারাদাররা বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় চাঁদাবাজরা পাহারাদার বাবু ও আশরাফকে বেধরকভাবে পিটিয়ে লুটপাট করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এ ঘটনায় মতিউল ইসলাম দামুড়হুদা থানায় ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।